ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় বৃষ্টির বাগড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
বইমেলায় বৃষ্টির বাগড়া ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: অমর একুশে বইমেলার ২২তম দিন বৃহস্পতিবার। ছুটির দিন না হওয়া সত্ত্বেও মেলায় বইপ্রেমীদের বেশ ভিড় ছিল।

তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে নামে বৃষ্টি। আর মুহূর্তে প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন বই সামলাতে।

দুপুরে রোদ থাকলেও বিকেল গড়াতেই হঠাৎ বৃষ্টি নামে রাজধানীতে। বৃষ্টির পানি থেকে বই বাঁচাতে ছোটাছুটি করছিলেন বিক্রয়কর্মীরা। বৃষ্টির কারণে অনেকেই ফুডকোর্ট ও বইয়ের স্টলের দিকে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর আবার বৃষ্টি থেমে যায়।

হঠাৎ বৃষ্টিতে এদিনের বইমেলা হারিয়েছে স্বাভাবিক চিত্র। দুপুরের দিকে কিছুটা ভিড় দেখা গেলেও বিকেল গড়াতেই বৃষ্টির ছোঁয়ায় বইমেলা এলোমেলো হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতা উভয়েই।

এর আগে মেলার শুরুর দিনে অর্থাৎ ভাষার মাসের প্রথম প্রহরে কয়েক মিনিটের ঝরা বৃষ্টি অমর একুশে বইমেলাকে আমন্ত্রণ জানিয়েছিল বটে। তবে ওইদিন সন্ধ্যা থেকে পড়তে থাকা বৃষ্টিতে যেন কিছুটা বিড়ম্বনা দেখা দেয়। বৃষ্টির কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় ওইদিনও বড় ধরনের ক্ষতি হয়নি স্টলগুলোয়। যদিও মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি করা লেখক-পাঠকরা কিছুটা বিব্রত হন বৃষ্টির বাগড়ায়।

অন্যান্য দিনের তুলনায় এদিন মেলায় আসা দর্শনার্থী কিছুটা কম বলে জানান বিভিন্ন স্টলে কর্মকর্তারা।

পাপড়ি প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি জান্নাতুল বলেন, অন্যদিনের তুলনায় আজ মেলায় ভিড় কিছুটা কম। হয়তোবা মেঘলা আবহাওয়ার কারণে হতে পারে। অনেকেই আবার শুক্রবার ছুটির দিনে আসবেন এ কারণেও কম হতে পারে।

পাঠক শহীদুল্লা মাসুম বলেন, সাধারণত সপ্তাহের শেষ দিনে সড়কে যানজট থাকে আবার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এ কারণে মেলায় দর্শনার্থী কমেছে। তবে সন্ধ্যায় পাঠকের আগমন বাড়তে পারে।

এদিকে কিছু কিছু স্টলের ভেতর পানি ঢুকে পড়েছে। কোনো কোনোটির সামনের অংশে জমে গেছে পানি। কোনো স্টলের ভেতরে টানানো হয়েছে পলিথিন।

বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীরা বলেন, বৃষ্টির কারণে একটু তো সমস্যায় পড়তে হচ্ছে। স্টলে পানিও ঢুকে গেছে। তবে সময়মতো বইগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির সময়টাতে বিক্রি কমে যায়। মেলায় এটা খুবই স্বাভাবিক ঘটনা। তবে এ হালকা বৃষ্টিতে বইমেলার পরিবেশে স্নিগ্ধতাও একটু বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।