ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’র মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
বইমেলায় ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’র মোড়ক উন্মোচন

ঢাকা: অমর একুশে বইমেলায় এলো ১১১টি কবিতা নিয়ে ননীগোপাল চক্রবর্ত্তীর বই ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মূল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব কবি মো. জেহাদ উদ্দিন বইটির মোড়ক উন্মোচন করেন।  

এ সময় তারা বলেন, ননীগোপাল চক্রবর্ত্তী একজন সংস্কৃতিবান সাদা মনের মানুষ। নিজস্ব কর্ম স্পৃহায় পৌঁছে গেছেন মানুষের মননে। তার এ লেখনী সমাজকে আরও আলোকিত করবে বলেই আশা করেন বিশিষ্টজনেরা।
 
মেলার ২৬০-২৬১ নম্বর স্টল বইঘর প্রকাশনীতে বইটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
টিএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।