ঢাকা: এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত ভ্রমণলেখক শিউলী রোজার নতুন বই ‘পর্বত রমনী নেপাল’। নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটনের গল্প নিয়ে লেখা এই বইটি প্রকাশ করেছে সংযোগ প্রকাশনী।
৫৬ পৃষ্ঠার এই বইটিতে উঠে এসেছে নেপালের রাজধানী কাঠমান্ডু, পর্যটন নগরী পোখরা, নাগরকোটসহ ইউনেস্কো ঘোষিত বেশ কয়েকটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান । পাশাপাশি নেপাল ভ্রমণে আগ্রহীদের জন্য এটি হতে পারে একটি আদর্শ ‘ট্রাভেল গাইড’।
শিউলী রোজা বলেন, ‘বইটি মূলত আমার ভ্রমণের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে লেখা। নেপালে কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন— সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি পাহাড়ি প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতাও এতে সংযোজন করেছি। ভবিষ্যতে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের অন্যান্য স্থান নিয়ে লেখার পরিকল্পনা রয়েছে। ’
ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের জন্য ‘পর্বত রমনী নেপাল’ হতে পারে এক অনন্য অনুপ্রেরণা। বইটি আগ্রহী পাঠকদের ভ্রমণের সঙ্গী হতে প্রস্তুত।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
টিএ/এএটি