ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বইমেলা

বইমেলায় তসলিমার বই রাখা নিয়ে বিতণ্ডা, স্টল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, ফেব্রুয়ারি ১০, ২০২৫
বইমেলায় তসলিমার বই রাখা নিয়ে বিতণ্ডা, স্টল বন্ধ ফাইল ছবি

ঢাকা: একুশে বইমেলায় ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই রাখা ও বিক্রির অভিযোগে ‘সব্যসাচী’ নামে একটি স্টলে হট্টগোল ও বাকবিতণ্ডা হয়েছে। এর জেরে সেই স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. দেলোয়ার হোসেন।  

তিনি জানান, বইমেলায় তসলিমা নাসরিনের বই বিক্রির অভিযোগে কিছু লোকজনের একটি স্টলে হট্টগোলের সংবাদ পাওয়া যায়। সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে মেলায়।  

ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন বলেও জানান পরিদর্শক দেলোয়ার।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।