ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় পলাশ মাহবুবের ৪ বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
বইমেলায় পলাশ মাহবুবের ৪ বই

অমর একুশে গ্রন্থমেলায় জনপ্রিয় সাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুবের ৪ টি বই প্রকাশিত হতে যাচ্ছে।

অন্বেষা প্রকাশন থেকে মেলায় আসবে পলাশ মাহবুবের জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার সিরিজ ‘টো টো কোম্পানি পাবলিক লিমিটেড’।



প্রকাশনা সংস্থা তাম্রলিপি প্রকাশ করছে বড়দের উপন্যাস ‘বলতে এলাম ভালোবাসি’ ও রম্যগ্রন্থ ‘ভালোবাসতে বাসতে ফতুর হওয়ার আগে’।

‘টো টো কোম্পানি পাবলিক লিমিটেড’র পাশাপাশি অন্বেষা প্রকাশ করছে তার বড়দের গল্পের বই ‘আবু ইদরিস যখন লেখক হতে চাইলেন’।

রম্য, বিদ্রূপাত্মক ও অ্যাডভেঞ্চারমূলক লেখালেখিতে পলাশ মাহবুব একটি অতি পরিচিত নাম। গল্প-উপন্যাসের পাশাপাশি টেলিভিশনের জন্যও লিখছেন নাটক।

তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে জোছনার অন্ধকারে, জর্দা জামাল, একটি দৈনন্দিন প্রেমের গল্প, হাঁটাবাবা, হাঁটাবাবা রিটার্ন, পরীক্ষামূলক ভালোবাসা ইত্যাদি।

পলাশ মাহবুব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সেইসূত্রে পেশা হিসেবে সাংবাদিকতা এবং পরবর্তীতে নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ।

টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হিসেবে তিনি সমধিক পরিচিত। পলাশ মাহবুব বর্তমানে বৈশাখী টেলিভিশনে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।