ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় রকিবুল ইসলাম মুকুলের ৩ বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
বইমেলায় রকিবুল ইসলাম মুকুলের ৩ বই

অমর একুশে গ্রন্থমেলায় লেখক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের তিনটি বই প্রকাশিত হবে। গল্পগ্রন্থ ‘পরী’ প্রকাশ করবে অনন্যা ও কবিতাগ্রন্থ ‘আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি’ প্রকাশিত হবে ম প্রকাশনী থেকে এবং ‘মায়াবী এক চন্দ্রমুখী’ মেলায় আনছে বাংলা প্রকাশ।



গল্পগ্রন্থ পরীর ভূমিকা লিখেছেন কথাসাহিত্যিক আনিসুল হক। ‘পরী’ ও ‘মায়াবী এক চন্দ্রমুখী’ বই দুটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। অপরদিকে কবিতাগ্রন্থ ‘আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি’র প্রচ্ছদ এঁকেছেন শিল্পী চারু পিন্টু।

উল্লেখ্য, রকিবুল ইসলাম মুকুল বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল জিটিভির চিফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। পাঠকদের জন্য তার কবিতাগ্রন্থের নামকবিতাটি তুলে দেওয়া হলো:

আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি...

সত্যি বলছি আমাকে পুড়িয়ে দাও
শিখা চিরন্তন যেখানটায়
সোহরাওয়ার্দী উদ্যানের শান্ত একখণ্ড জমিন ফুঁড়ে
আয়োজিত হোক
বারবিকিউ উৎসব।
আমি শপথ করে বলছি
হে মহামান্য রাষ্ট্রপতি
আপনি আয়োজন করুন রাষ্ট্রীয় এই ভোজ উৎসবের..
যেখানে, অগুনতি মানুষের পিনপতন সমাবেশে..
ইতি টানবো সমস্ত অমানবিকতার।
হে মহামান্য রাষ্ট্রপতি..
সামিয়ানার ঠিক নিচে
আমাকে যে চুল্লিতে পোড়ানোর উৎসব হবে..
মুখোমুখি যেন চলে ক্ষমতা ভাগাভাগির উৎসব।
বড় বড় দেশপ্রেমিক রাজনীতিকরা আসবেন
বিদেশী রাষ্ট্রদূতরা বসবেন ঠিক আপনাদের পেছনের সারিতে
রাষ্ট্রীয় টেলিভশনে লেপ্টে থাকবে
বত্রিশ কোটি চোখ..
সংলাপ হবে,
প্রয়োজনে মানচিত্রে নখের আচড় কেটে ভাগাভাগি হবে ষোলো কোটি মানুষ
অঞ্চল ভেদে বণ্টন হবে..
কোন রাজ পরিবারের দাসত্বে কত কোটি মানুষ.
মুখর করতালি হবে..
স্লোগানে স্লোগানে উন্মাতাল নেচে উঠবে রেসকোর্স ময়দান.
পুষ্পমাল্লের ভারে নুয়ে পড়বেন আপনারা.
এরপর ভোজ উৎসব।
ঠিক অমোঘ সেই মুহূর্তে
একটি শেষ ইচ্ছা...
আমি সপ্রণোদিত দগ্ধ বারবিকিউ উৎসবে
বলবো এটিই হোক শেষ মৃত্যু
এই আমার বিনিময়ে দয়া করুন আপনারা
এই যে দর্শক সারিতে অগুনতি নিরীহ স্বপ্নিল মানুষ...
ওদের বাঁচতে দিন।
আমার মৃত্যুর বিনিময়ে আজ এই মুহূর্ত থেকে
সমাপ্ত হোক লাশের মিছিল..
বাতাসে পোড়া বারুদ আর মানুষের গন্ধ
মিশে যাক বুনো ফুল আর দোলন চাপার মৌ মৌ সুবাসে.
আমি করজোরে ওই মঞ্চে দাঁড়াতে চাই
হে মহামান্য রাষ্ট্রপতি
বলতে চাই ক্ষমতা নিন না আপনারা
সে তো আপনাদেরই জন্য
শুধু শান্ত, স্নিগ্ধ এই ষোলো কোটি মানুষকে
মুক্তি দিন..
আজ.. এই বারবিকিউ উৎসবের বিনিময়ে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।