ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

বই মেলায় কুতুব উদ্দিন জাফরানের ‘বিবর্ণ ক্যানভাস’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪
বই মেলায় কুতুব উদ্দিন জাফরানের ‘বিবর্ণ ক্যানভাস’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে কুতুব উদ্দিন জাফরানের প্রথম একক কবিতার বই ‘বিবর্ণ ক্যানভাস’। বইটি নিয়ে আসছে বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রকাশনী।



খুব শিগগিরই বইটি বাংলা একাডেমি প্রাঙ্গনের জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টলে পাওয়া যাবে। প্রায় অর্ধযুগের (২০০৮-২০১৪) যাপিত জীবনের প্রতিচ্ছবি ফুঁটে উঠেছে কবিতাগুলোতে।

অধিকাংশ কবিতাই ভালোবাসা- বিরহ নিরন্তর সংগ্রামে লিপ্ত। সেই সঙ্গে উঠে এসেছে প্রকৃতি প্রেম এবং কৃত্রিমতা বিরোধী এক ধরণের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে নৈতিকতা ও নির্মল বিনোদনের মাঝে দ্বন্দ্ব হারিয়েছে তার নিজ সত্ত্বা।

বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪। চার রঙা প্রচ্ছদ এঁকেছেন অপূর্ব খন্দকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবদিকতা বিভাগের অকাল প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীন ও ড.আহাদুজ্জামান মোহাম্মদ আলী দম্পতিকে উৎসর্গ করা হয়েছে বইটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।