ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

শুক্রবার বইমেলা শুরু সকাল ৮টায়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
শুক্রবার বইমেলা শুরু সকাল ৮টায়

মেলা প্রাঙ্গণ থেকে:  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও  শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল আটটায় অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে।
বৃহস্পতিবার বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।



তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল আটটায় বইমেলা শুরু হয়ে কোনো ধরনের বিরতি ছাড়াই রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে পাঠক-দর্শনার্থীরা যেন সরাসরি বইমেলায় আসতে পারেন, সে সুবিধার জন্যই প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বইমেলা সকাল আটটা থেকে শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

* ২০তম দিনে ১০৭টি নতুন বই
* একুশের চেতনায় ঋদ্ধ বইমেলা
* মেলায় আসছে হুমায়ুনের শিশু-কিশোর রচনাবলী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।