ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

বই বিক্রিতে আবারো রেকর্ড!

মেহেদী হাসান পিয়াস ও আবু তালহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪
বই বিক্রিতে আবারো রেকর্ড!

বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলার ২১তম দিনে বই বিক্রিতে আবারো রেকর্ড গড়েছে বাংলা একাডেমি।

শনিবার দুপুরে একাডেমির সহকারী পরিচালক মোহাম্মদ নাসিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, একাডেমির খসড়া হিসেব অনুযায়ী শুধু মাত্র ২১তম দিনেই ৭ লাখ ৮১ হাজার ৮৯৭.৯০ টাকার বই বিক্রি হয়েছে, যা মেলার ইতিহাসে সর্বোচ্চ বিক্রির নজির।

শনিবার সন্ধ্যা নাগাদ হিসেব চূড়ান্ত হলে টাকার পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করছেন একাডেমির কর্তৃপক্ষ।
এর আগে ১৪ ফেব্রুয়ারি ৬ লাখ ৮ হাজার দুই শত ২০ টাকা ৬০ পয়সার বই বিক্রি হয়েছিল।
 
নাসিরুল ইসলাম বলেন, বিশ্ব ভালবাসা দিবসে মেলায় লেখক, পাঠক এবং দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেক বেশি। যে কারণে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত বাংলা একাডেমির স্টলে বই শেষ হয়ে যাওয়ার পর পুনরায় বই সরবারহ করা সম্ভব হয়নি।
 
ফলে ২১ ফেব্রুয়ারিতে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, যে কারণে একাডেমির সব স্টলে পর্যাপ্ত বই সরবরাহ করা হয়েছিল আগে থেকেই। বিক্রয় সহকারীরাও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।

সম্প্রতি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইয়ের পাশাপাশি পাঠকদের চাহিদা অনুযায়ি তালিকা তৈরি করে অন্যান্য বইও সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো বলেন, এবার মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত জায়গা থাকায় পাঠকদের ঘুরে দেখতে কোনো ধরনের অসুবিধা হয়নি, যে কারণে বিক্রির পরিমাণও আশানুরূপ হারে বৃদ্ধি পেয়েছে।
শিশু প্রহরে ওরা ৫৭
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।