ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মঙ্গলবার মেলায় ১৩৪টি নতুন বই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
মঙ্গলবার মেলায় ১৩৪টি নতুন বই

মেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলার ২৫তম দিন মঙ্গলবার মোট ১৩৪টি নতুন বই প্রকাশিত হয়েছে।

প্রকাশিত এসব বইয়ের মধ্যে রয়েছে গল্প ২০টি, উপন্যাস ২১টি, প্রবন্ধ ৮টি, কাব্যগ্রন্থ ৩২টি, ছড়া ১১টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ১টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধভিত্তিক ৩টি, নাটক ৩টি, বিজ্ঞান বিষয়ক ১টি, ভ্রমণ বিষয়ক ২টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, কম্পিউটার বিয়সক ১টি, রম্য/ধাঁধা ৩টি, ধর্মীয় ১টি, অনুবাদ ৩টি ও অন্যান্য ১৮টি।



এদিন প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সালমা বুক ডিপো থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ সমগ্র’, আগামী প্রকাশনী থেকে আহমদ শরীফের ‘আহমদ শরীফ রচনাবলী-৭’, নালন্দা থেকে রামেন্দু মজ‍ুমদারের ‘থিয়েটার বর্ষ-৪’, জাগৃতি প্রকাশনী থেকে অদিতি ফাল্গুনীর ‘ধৃত রাষ্ট্রের বালিকারা’, স্বরবৃত্ত প্রকাশন থেকে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ‘ছোবল’, বিভাস থেকে কায়কোবাদের ‘মহাশ্মশান’, অ্যাডর্ন পাবিলকেশন্স থেকে হাসনাত আব্দুল হাইয়ের ‘ফ্রম দ্য হিরো’স মাউথ’।

এছাড়াও প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে আনোয়ারা সৈয়দ হকের ‘তাম্রচূড়ের লড়াই’ ও হরিশংকর জলদাসের ‘প্রতিদ্বন্দ্বী’, সময় প্রকাশন থেকে হাসান হাফিজের ‘এক ডজন হুমায়ূন’, অবসর প্রকাশনা সংস্থা থেকে শাহেদ কামালের ‘মাশরাফির সঙ্গে ক্রিকেট আনন্দে’, পঙ্খিরাজ থেকে সুকুমার বড়ুয়ার ‘চন্দনার পাঠশালা’ ও আসাদ চৌধুরীর ‘মাকড়শার জন্মবৃত্তান্ত’, বলাকা প্রকাশনী থেকে আবুল মনসুর আহমদের ‘জীবন সে তো জীবনের তরে’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।