ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় সেরা বই ও প্রকাশকের পুরস্কার ঘোষণা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
মেলায় সেরা বই ও প্রকাশকের পুরস্কার ঘোষণা

মেলা প্রাঙ্গণ থেকে: ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৪’ এ প্রকাশিত সেরা বই ও সেরা প্রকাশকের পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার মেলার ২৭তম দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।



আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ বছর প্রকাশিত সেরা বইয়ের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০১৩’ পেয়েছে বেঙ্গল পালিকেন্স থেকে প্রকাশিত মঞ্জু সরকারের বই ‘অন্তর্দাহ’ এবং পাঠক সমাবেশ থেকে প্রকাশিত মাসরুর আরেফিন অনুদিত ‘ফ্রানৎস কাফকা গল্প সমগ্র’।

এছাড়া এ বছর সর্বাধিক সংখ্যাক মানসম্মত বই প্রকাশের জন্য ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৪’ লাভ করেছে মাওলা ব্রাদার্স, প্রথমা প্রকাশন এবং অন্বেষা প্রকাশন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।