ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় নভেরার ‘একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বইমেলায় নভেরার ‘একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি’

ঢাকা: একুশে গ্রন্থমেলায় আসছে কবি নভেরা হোসেনের কাব্যগ্রন্থ ‘একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি’।

অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে প্রকাশিতব্য বইটির প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল।

মেলার দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই বইটি পাওয়া যাবে বলে প্রকাশক সূত্রে জানা যায়।

নভেরা হোসেনের জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরের নানাবাড়িতে। শৈশব থেকেই ঢাকায় বেড়ে ওঠা। লেখাপড়া করেছেন ধানমন্ডির কাকলি উচ্চ বিদ্যালয়, বেগম বদরম্নন্নেসা সরকারি মহিলা কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে।

লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেন ২০০০ সালের পর থেকে। বর্তমানে বিভিন্ন লিটল ম্যাগাজিন, দৈনিক পত্রিকা ও গবেষণাধর্মী জার্নালে লেখেন।

নভেরার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হারানো দোকান এল দরাদো (২০০৯, জনান্তিক), একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় (২০১০, সংবেদ), আর কারনেশন ফুটল থরে থরে (২০১৩, শুদ্ধস্বর) ও কবি পিয়াস মজিদের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা: শামীম কবীর (২০১০, অ্যাডর্ন)।

এছাড়া ২০১১ সালে শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয় তার গল্পগ্রন্থ পেন্ডুলাম ও শিশুর দোলনা। তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতাসহ কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।