ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় সাইফুল্লাহ সাইফের দ্বিতীয় গল্পগ্রন্থ

শিল্প-সাহিত্য প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বইমেলায় সাইফুল্লাহ সাইফের দ্বিতীয় গল্পগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে সাইফুল্লাহ সাইফের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘মৃত ও জীবিতের জীবনগুলি’। গত দুই বছরে লিখিত মোট ১৩টি গল্প সঙ্কলিত হয়েছে বইটিতে।



গল্পগ্রন্থটি নিয়ে সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আধুনিক সময়ের একটি প্রধানতম সমস্যা হচ্ছে নিজেকে চিনতে না পারা। এখানে মানুষের সবকিছুই আছে কিন্তু কিছুই যেন নেই, এমনই এক দ্বৈততা থেকে মানুষের মানসিক মৃত্যু প্রবল হয়ে উঠছে দিনকে দিন। মৃত ও জীবিতের জীবনগুলি মূলত মানুষের মানসিক মৃত্যুর গল্প। ’

বইটি প্রকাশ করেছে নওরোজ কিতাবিস্তান। মূল্য ১৪০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী চারু পিন্টু। বইমেলার ৩২, ৩৩, ৩৪ নং স্টলে ‘মৃত ও জীবিতের জীবনগুলি’ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।