ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

‘আঁধারে আলোকরেখা’ নিয়ে মেলায় রানা আব্বাস

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
‘আঁধারে আলোকরেখা’ নিয়ে মেলায় রানা আব্বাস

ঢাকা: লেখার হাতেখড়ি সেই শৈশবে, বিভিন্ন দৈনিকে চিঠিপত্র লেখা দিয়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা।

এভাবেই হয়ে উঠেন একজন পুরোদুস্তুর লেখক।

বলছি, তরুণ লেখক রানা আব্বাসের কথা! এরইমধ্যে তার প্রথম গল্পগ্রন্থ ‘আ‍ঁধারে আলোকরেখা’ দিয়ে সাড়া ফেলে দিয়েছেন তরুণ পাঠক মনে।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় রানা আব্বাসের প্রথম বই ‘আঁধারে আলোকরেখা’ প্রকাশিত হয়েছে। ১০টি ছোটগল্পের সম্মিলনে বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী।

লেখক তার বইয়ের স্কেচে লিখেছেন, গল্পগুলো বেড়ে ওঠে আমাদের চারপাশে। অগ্নি হয়ে মনের উচ্চতম শিখরে জমাট বেঁধে থাকা কষ্টের বরফগুলো গলিয়ে দেয়; জল হয়ে গড়িয়ে আসে চোখের কোণে।

কখনও বা পাখির পালক হয়ে ছুঁয়ে দেয় মনকে; বিকশিত হয় স্নিগ্ধ কদম ফুলের হাসি। গল্পগুলো জাগিয়ে তোলে বুকভরা ব্যথাময় দীর্ঘশ্বাস; ডুবিয়ে দেয় হতাশার আঁধারে!

আবার দপ করে জ্বলে ওঠে আলো, তীব্র আলোকরেখা হয়ে।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮৬-১৮৭ শ্রাবণ প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ১২৫ টাকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর করা রানা আব্বাস বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।