ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে শাকুর মজিদের নতুন তিন বই

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে শাকুর মজিদের নতুন তিন বই

অমর একুশে গ্রন্থমেলার (২০১৬) প্রথম দিন থেকেই পৃথক তিন স্টলে পাওয়া যাবে শাকুর মজিদের নতুন তিনটি বই।

বিগত ২৫ বছর ধরে দেখা কলকাতা শহরকে নিয়ে লেখা রবীন্দ্র ভ্রমণের বই ‘১০ সদর স্ট্রিট : রবীন্দ্রনাথের কলকাতা’ প্রকাশ করছে প্রথমা।

অশোক কর্মকারের প্রচ্ছদে, ২৭২ পৃষ্ঠার বইটির মূল্য ৪৫০ টাকা।

শাকুর মজিদের আটটি নাটক নিয়ে ‘নির্বাচিত নাটক’ বইটি পাওয়া যাবে অয়ন প্রকাশনীর স্টলে। নির্বাচিত নাটকের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রাজীব রায়, পৃষ্ঠা ২৮৮, মূল্য ৪৫০ টাকা।

এবং, ১২টি স্মৃতিগদ্য নিয়ে লেখা ‘মাথিউরার গেন্দাফুল কিংবা ফৌজাদারহাটের মেরিগোল্ড’ বইটি পাওয়া যাবে অক্ষরপত্র প্রকাশনীর স্টলে। রাজীব রাজুর প্রচ্ছদে ৮৮ পৃষ্ঠার এ বইটির বিনিময় মূল্য ১৩০ টাকা।

এছাড়া, দেশের সর্ববৃহৎ অনলাইন বুকশপ রকমারি.কম থেকে অর্ডার দিয়েও বইগুলো সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।