ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

নওগাঁয় ১২ দিনব্যাপী বইমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
নওগাঁয় ১২ দিনব্যাপী বইমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁ মুক্তির মোড়ে শুরু হয়েছে একুশের বই মেলা।
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করা হয়।

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।
 
মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক,  মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, মহসীন রেজা, কাজী জিয়াউর রহমান বাবলু, কায়েস উদ্দিন, শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
 
নওগাঁয় বই মেলার আয়োজন করায় একুশে বইমেলা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান বক্তারা। একই ভাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বই মেলার আয়োজন করার আহ্বান জানান তারা।  
 
আয়োজকরা জানান, মেলায় বই বিক্রি ও প্রদর্শনীর জন্য প্রায় ৫০টি স্টল রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬      
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।