ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় নাজমুল ইমনের ভূতুড়ে ও গোয়েন্দা গল্পের বই

বইমেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মেলায় নাজমুল ইমনের ভূতুড়ে ও গোয়েন্দা গল্পের বই

বইমেলা থেকে: বইমেলায় প্রকাশিত হয়েছে নাজমুল হক ইমনের নতুন চারটি বই। এর মধ্যে শিশুদের জন্য দু’টি—‘ভূত সোসাইটি’ ও ‘সাহাবের গোয়েন্দা বাহিনী’।

এছাড়া গল্প সংকলন ‘সত্যি! সোরাই’ ও ‘অধ্যায় একাদশ’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে তার।
 
চার বইয়ের মধ্যে গ্রাফোসম্যান থেকেই এসেছে প্রথম তিনটি। দেশ পাবলিকেশন্স থেকে এসেছে উপন্যাসটি। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে গ্রাফোসম্যানের ৪০৭-৪০৮ নম্বর ও দেশ পাবলিকেশন্সের ২৯৭-২৯৮ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।
 
নাজমুল হক ইমন বলেন, এবারের মেলায় শিশুতোষ বইয়ের প্রতি জোর দিয়েছি। কারণ শিশুপাঠকই বইমেলার প্রাণ। বলা যায়, বইয়ের গল্পগুলো যেমন চমকপ্রদ, তেমনি প্রচ্ছদও। শিশুপাঠক থেকে শুরু করে পড়ুয়া পাঠক, কারোই মন্দ লাগবে না।
 
‘ভূত সোসাইটি’ ও ‘সাহাবের গোয়েন্দা বাহিনী’ বইয়ের প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী। দু’টো বইয়েরই বিনিময় মূল্য ১২০ টাকা।
 
এছাড়া প্রকাশিত অন্য দু’টি বই নিয়েও আশাবাদী তিনি।

নাজমুল হক ইমনের বইগুলোসহ ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে ভিজিট করুন rokomari.com এ। অথবা কল করুন 16297 নম্বরে।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
টিকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।