ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় এসেছে একজ্যুপেরির ‘ছোট্ট রাজপুত্র’!

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
মেলায় এসেছে একজ্যুপেরির ‘ছোট্ট রাজপুত্র’!

ঢাকা: বিশ্বখ্যাত ফরাসি লেখক স্যাঁৎ-একজ্যুপেরি রচিত ধ্রুপদী কিশোর সাহিত্য ‘দ্য লিটল প্রিন্স’-এর বাংলা অনুবাদ ‘ছোট্ট রাজপুত্র’ এসেছে অমর একুশে গ্রন্থমেলায়।

বইটির অনুবাদক করেছেন আনন্দময়ী মজুমদার।

সব্যসাচী হাজরার শিল্প-নির্দেশনায় বইটি প্রকাশ করেছে প্রকৃতি-পরিচয় প্রকাশন।

উল্লেখ্য, ‘ছোট্ট রাজপুত্র’ পৃথিবীতে সর্বাধিক অনূদিত বইগুলোর মধ্যে শীর্ষস্থানীয়। এ পর্যন্ত আড়াইশোর বেশি ভাষায় এটি অনূদিত হয়েছে। তবে বাংলাভাষায় এটিই ‘ছোট্ট রাজপুত্র’র প্রথম প্রামাণ্য সংস্করণ। একজ্যুপেরির আরেকটি পরিপূরক রচনা ‘বন্দীকে লেখা চিঠি’ এই প্রথম অনূদিত হয়ে এই প্রামাণ্য সংস্করণে সংকলিত হয়েছে।

অধ্যাপক দ্বিজেন শর্মা রচিত প্রসঙ্গকথার বাইরে এ বইয়ে আরও রয়েছে একজ্যুপেরি সম্পর্কিত বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক তথ্য।

১২০ গ্রাম বিদেশি অফসেটে চার রঙে ছাপা ও দৃষ্টিনন্দন প্রচ্ছদে শোভিত ‘ছোট্ট রাজপুত্র’ বইটির পৃষ্ঠাসংখ্যা ১২৮। এর দাম রাখা হয়েছে ৪৪০ টাকা। বইমেলায় এটি ২৫ শতাংশ কমিশনে (৩৩০ টাকায়) পাওয়া যাবে সংহতি প্রকাশনীর স্টলে  (৪১৩-৪১৪ সংখ্যক স্টল, সোহরাওয়ার্দী উদ্যান)।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
পিআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।