ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

অভিজিৎ স্মরণে বইমেলায় ১ মিনিট নীরবতা পালন

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
অভিজিৎ স্মরণে বইমেলায় ১ মিনিট নীরবতা পালন ছবি: দীপু/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: নৃশংসভাবে খুন হওয়া মুক্তচিন্তার লেখক অভিজিৎ রায়ের স্মরণে পুরো বইমেলায় এক মিনিট নীরবতা পালিত হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিকেল ৪টায় মেলার মূল মঞ্চে ঘোষণা দিয়ে নীরবতা পালন করা হয়।



এ সময় যে যেখানেই ছিলেন (একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান এবং মাঝখানের রাজপথ) সেখানে দাঁড়িয়ে যান।

বাংলা একাডেমিতে মেলার মূলমঞ্চে মহাপরিচালক (ডিজি) অধ্যাপক শামসুজ্জামান খান এ ঘোষণা দেন। তারপর নীরবতা পালন করা হয়।

গত বছরের (২০১৫ সাল) ২৬ ফেব্রুয়ারির বইমেলা থেকে ফেরার পথে টিএসসি সংলগ্ন রাস্তায় নৃশংসভাবে খুন হন অভিজিৎ। মূলত তার একটি বই নিয়ে প্রশ্ন তুলে উগ্রবাদীরা তাকে হত্যা করে। এ সময় তার স্ত্রীও ছিলেন। তবে তিনি প্রাণে বেঁচে যান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আইএ/এসএইচ

** অভিজিৎ স্মরণে বিকেল ৪টায় ১ মিনিট নীরবতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।