ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

সর্ব সাধারণের জন্য গ্রন্থমেলা উন্মুক্ত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
সর্ব সাধারণের জন্য গ্রন্থমেলা উন্মুক্ত খুলেছে বই মেলার প্রবেশদ্বার/ছবি: বাদল

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে অমর একুশে গ্রন্থমেলা।

বৃহস্পতিবার (১ লা ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণ ত্যাগ করার পর মেলার ফটক খুলে দেওয়া হয়।

দর্শনার্থীরা বিকেল তিনটা থেকেই টিএসসি, দোয়েল চত্বরের আশেপাশে অপেক্ষা করছিল।

এরপরে দ্বার খুলে দেয়ার পর সবাই হুমড়ি খেয়ে পড়ে।

মেলায় প্রবেশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শাহাদাৎ হোসেন শান্ত বাংলানিউজকে বলেন, বইমেলা আমাদের প্রাণের মেলা। এর সঙ্গে ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত। প্রথম দিনে মেলা দেখতে আসলাম। পরবর্তীতে বই কিনব।

তবে ভেতরে ঢুকেই দর্শনার্থীদের হতাশ হতে দেখা গেল। অধিকাংশ স্টল তাদের প্রস্তুতি শেষ করতে পারে নি। এ নিয়ে আক্ষেপ করে গাজীপুর থেকে আসা ইসমাঈল হোসেন বলেন, বই মেলাকে ঘিরে আগে থেকে প্রস্তুতি নেয়ার বিষয় রয়েছে। কর্তৃপক্ষ যদি এ বিষয়ে আরো সচেতন হত তাহলে মেলার শুরু থেকেই সব স্টল পরিপাটি থাকত। তাহলে আয়োজন আরো সুন্দর হত।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।