ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

আসছে যারা, বই কিনছে তারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আসছে যারা, বই কিনছে তারা বই কিনে ফিরছেন ক্রেতারা/ছবি: সুমন শেখ

অমর একুশে গ্রন্থমেলা থেকে: দেখতে দেখতে বিশ দিন পার করছে অমর একুশে গ্রন্থমেলা। শুরুর দিকে বইপ্রেমীদের চেয়ে দর্শনার্থীদের আনাগোনা ছিল বেশি। দিন যতই গড়িয়েছে বাঙালির প্রাণের মেলায় বিক্রিও বেড়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মতো প্রবেশ পথে দীর্ঘ লাইন না থাকলেও যারাই এসেছেন তাদের অধিকাংশই বই কিনছেন। ফেরার পথে তাদের হাতে হাতে বইয়ের ব্যাগ দেখা গেছে।

অনেকে বইয়ের তালিকা আগে থেকে করে এসেছেন।

মিরপুর কসমো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ৪০ জনের দল বই কিনতে এসেছে মেলায়। এ বছর প্রথম বারের মতো মেলায় আসা এসব শিক্ষার্থীদের একজন শিহাব শাহরিয়ার চৌধুরী। বাংলানিউজকে তিনি বলেন, ক্লাস-প্রাইভেটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও মেলায় আসা হয় না। আজকে বন্ধু-বান্ধবরা মিলে আসলাম। ঘোরাঘুরিও হল। পছন্দের সব বই কিনলাম।

দিব্য প্রকাশ স্টলের বিক্রয়কর্মী আবির বাংলানিউজকে বলেন, মেলার শেষ দিকেও হওয়ায় বই বিক্রি বেড়েছে। একুশে ফেব্রুয়ারির দিন সবচেয়ে বেশি ভিড় হবে, বিক্রিও বেশি হবে। আজকে মেলায় আসা অধিকাংশই বই কিনে ফিরছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।