ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

প্রকাশ কম হলেও পাঠকের ধর্মীয় বইয়ে আগ্রহ 

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
প্রকাশ কম হলেও পাঠকের ধর্মীয় বইয়ে আগ্রহ  বইমেলায় পাঠক/ছবি: বাংলানিউজ

অমর একুশে গ্রন্থমেলা থেকে: রাজধানীর যাত্রাবাড়ী থেকে চার বছরের ছেলে ফাহিমকে নিয়ে বইমেলায় এসেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাসির আহমেদ। মেলার শিশু চত্বর ঘুরে ছেলেকে কিনে দিলেন বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থ। 

কথা হলে বাংলানিউজকে বলেন, সার্বিক বিষয়ের পাশাশাপি সন্তানদের ধর্মীয় জ্ঞানটাও গুরুত্বপূর্ণ। সেজন্যই অন্য বইয়ের সঙ্গে ছেলের জন্য কিছু ধর্মীয় বইও কেনা হলো।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মেলা ঘুরে দেখা গেলো, গল্প, উপন্যাস, কবিতা, গবেষণাসহ বিষয়ভিত্তিক বইয়ের পাশাপাশি ধর্মীয় বইয়ের প্রতিও আগ্রহ রয়েছে পাঠকদের। এদিন বিভিন্ন বয়সী পাঠকে অন্য বইয়ের সঙ্গে নানান ধরনের ধর্মীয় বইও কিনতে দেখা যায়।

কথা হয় শিশু কানন প্রকাশনীর বিক্রয়কর্মী মামুনুর রশীদের সঙ্গে। শিশুদের বিষয়ভিত্তিক ধর্মীয় বই এনেছে প্রকাশনাটি। কথা হলে বিক্রয়কর্মী জানান, ধর্মীয় বইগুলোর প্রতিও পাঠকদের আগ্রহ আছে বেশ। বিক্রিও তুলনামূলক ভালো। তবে ধর্মীয় এ বইগুলোর পাণ্ডুলিপি পাওয়া যায় খুব কম।

প্রতিবারের মতো এবারও একুশে বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান নানা বিষয়ের ধর্মীয় বই-পুস্তক প্রকাশ করেছে। মেলায় ধর্মীয় বইয়ের চাহিদারও কমতি নেই। এসব বইয়ে ধর্মকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরে বিশ্লেষণ করেছেন দেশের আলেম লেখকরা। প্রকাশকরাও গুরুত্ব দিচ্ছেন ধর্মীয় বইয়ে। তবে বইমেলায় বিভিন্ন বিষয়ের অনেক সমাহার থাকলেও ধর্মীয় বই ও প্রকাশনার সংখ্যা খুবই কম। বাংলা একাডেমির হিসাব অনুযায়ী মেলার ২৬ দিনে ধর্ম বিষয়ক বই এসেছে মোট ২১টি।

এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- জাতীয় গ্রন্থ প্রকাশনের ‘ভারতে মুসলিম শাসনের ইতিহাস’, অ্যাডর্ন পাবলিকেশন্সের ‘হাদিস সংকলনের ইতিহাস’, বর্ণায়নের ‘কুরআন ও মানব মন’, এশিয়া পাবলিকেশনের ‘মানবজাতির অনুপম আদর্শ’, খোশরোজ কিতাব মহলের ‘ইসলামী আইনের ভাষ্য’, আফসার ব্রাদার্সের ‘ইসলামের দিগ্বিজয়’, সালাহউদ্দিন বইঘরের ‘কবর কি পহেলী রাত’, নবরাগ প্রকাশনীর ‘নবী-কথা’, দিব্যপ্রকাশের ‘পৃথিবীর ধর্মসমূহের ইতিবৃত্ত’, শাহজী প্রকাশনীর ‘স্রষ্টা সৃষ্টিজগত সংস্কার’, রাবেয়া বুকসের ‘পরমার্থিক জীবনের ধর্ম দর্শন’, অনিন্দ্য প্রকাশের ‘মহান আল্লাহর পরিচয়’, শিকদার পাবলিকেশনের ‘ঈদের কবিতা’, রিদম প্রকাশনার ‘ওমর খৈয়ামের রুবাইয়াত’, সংবেদের ‘বাংলার ধর্ম ও দর্শন’, নূর কাসেম পাবলিশার্সের ‘বেহেশতের সওগাত’, স্টুডেন্ট ওয়েজের ‘ইকবাল নামা-ই-জাহাঙ্গীরী’, গদ্যপদ্যের ‘জীবন সমস্যার সমাধানে ইসলাম’, গতিধারার ‘আল্লাহ আমার প্রভু’, সিদ্দীকিয়া পাবলিকেশনের ‘জান্নাতি ২৭ মহিলা’ প্রভৃতি।

বালাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।