ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় মোস্তফা কামালের ৬ বই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
বইমেলায় মোস্তফা কামালের ৬ বই  কথাসাহিত্যিক মোস্তফা কামাল ও বইয়ের প্রচ্ছদ

ঢাকা: শুরু হয়ে গেলো প্রাণের বইমেলা। এরই মধ্যে মেলায় আসতে শুরু করেছে কবি-সাহিত্যিকদের বই। এবার কথাসাহিত্যিক মোস্তফা কামালের ছয়টি বই এসেছে একুশের বইমেলায়। এগুলো হচ্ছে- ‘অগ্নিমানুষ’, ‘আমি রাসেল বলছি’, ‘নির্বাচিত প্রেমের গল্প’, ‘আমি কবি’, ‘বান্দরবানের জঙ্গলে’। 

এছাড়া মেলায় পাওয়া যাচ্ছে লেখকের সায়েন্স ফিকশন বই ‘অপার্থিব’। বইমেলায় সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থার স্টলে নতুন বইগুলো পাওয়া যাচ্ছে।

 

আমি কবি 
হাল আমলে অনেক তরুণী-ই সামাজিক যোগাযোগমাধ্যমে কবিতা দেখে কবির প্রেমে পড়ে যান। সেখান থেকেই শুরু হয় সম্পর্ক। তবে সেই সম্পর্ক হওয়ার পর কবির প্রতি প্রেমিকার মুগ্ধতা কেমন হয়! আসলেই কী অটুট থাকেই সেই মুগ্ধতা? সেই সম্পর্কের টানা-পোড়েন নিয়েই লেখকের রোমান্টিক উপন্যাস ‘আমি কবি’। বইটি বাজারে এনেছে অন্যপ্রকাশ।

অগ্নিমানুষ 
উপমহাদেশের ইতিহাসে এক অসামান্য অধ্যায় দেশভাগ। ১৯৪৭ থেকে ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতা। সেই সময়ের ইতিহাস নির্মাতাদের নিয়ে লেখা ট্রিলজির শেষ পর্ব ‘অগ্নিমানুষ’। ইতিহাসভিত্তিক এ উপন্যাসের প্রধান চরিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সময়। পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশ হচ্ছে বইটি।

আমি রাসেল বলছি
বইটিতে স্থান পেয়েছে, এগারো বছরের কিশোর রাসেলের নিজের কথা। বাবাকে নিয়ে তার ছোট্ট হৃদয়ে পাওয়া না পাওয়ার কতকথা। লেখকের লেখায় রাসেলের না বলা কথাগুলো উঠে এসেছে; যা পাঠক হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। বইটি পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশের প্যাভিলিয়নে।

নির্বাচিত প্রেমের গল্প
এটি মূলত কতগুলো গল্পের সমষ্টি। এখানে স্থান পেয়েছে লেখকের সতেরোটি গল্প। এসব গল্পে প্রেম ভালোবাসার পাশাপাশি স্বদেশের সাম্প্রতিক চিত্র, রাজনীতি, সম্পর্কের টানা-পোড়েন ফুটে উঠেছে। বই মেলায় এনেছে অন্যপ্রকাশ।  

বান্দরবানের জঙ্গলে
‘বান্দরবানের জঙ্গলে’ একটি কিশোর উপন্যাস। বরাবরের মতো এবারও বইমেলায় আসছে কিশোর সাহিত্যে অনবদ্য লেখক মোস্তফা কামালের এই বইটি। বইটি পাওয়া যাচ্ছে মাওলা ব্রাদার্সের স্টলে।  

অপার্থিব
প্রতিবারের মতো এবারও লেখক মোস্তফা কামালের সায়েন্স ফিকশন ‘অপার্থিবে’ থাকছে চমক। বইটি মেলায় পাওয়া যাবে পাঞ্জেরি পাবলিকেশন্সের স্টলে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।