ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বসন্তের দিনে নতুন বই ১৭২টি 

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
বসন্তের দিনে নতুন বই ১৭২টি  ফাগুনের দিন বইমেলা/ছবি: বাদল

গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: বুকের জমিনে বয়ে চলা ফাল্গুনী হাওয়ার উচ্ছ্বাসে দেশের তরুণ-তরুণীরা সারা অঙ্গ ঢেকেছে বাসন্তী রঙে। খোঁপায় হলুদ গাঁদা, মাথায় ফুলের টায়রা আর শাড়ির ভাঁজে ভাঁজে পলাশ-শিমুলের রং। এ যেন অন্যরকম এক ভালোলাগা। সেই ভালোলাগার রেশ নিয়েই শেষ হলো বসন্তের প্রথম দিনটির বইমেলা। আর এদিন বইপ্রেমীদের কাছে বসন্তের উপহার হিসেবেও বইয়ের কদর মেলাকে এগিয়ে নিয়েছে সফলতার দিকে।

ফাল্গুনের রং মেখে বুধবার (১৩ ফেব্রুয়ারি) মেলায় নতুন বই এসেছে ১৭২টি। এর মধ্যে গল্প ২৬, উপন্যাস ২৭, প্রবন্ধ ১৭, কবিতা ৬৩, ছড়া ২, শিশুসাহিত্য ৭, জীবনী ৩, মুক্তিযুদ্ধ ২, নাটক ১, বিজ্ঞান ১, ভ্রমণ ৪, ইতিহাস ২, স্বাস্থ্য ১, অনুবাদ ২ এবং অন্যান্য বিষয়ের উপরে আরও ১৪টি নতুন বই।

এসব বইয়ের মধ্যে সন্‌জীদা খাতুনের ‘নজরুল মানস’ (নবযুগ), আন্দালিব রাশদীর ‘যে রাতে আমার স্ত্রী’ (পেন্সিল), ড. মুহম্মদ শহীদুল্লাহ’র ‘সেরা গল্প’ (পাঞ্জেরী), সিরাজুল ইসলাম চৌধুরীর ‘সময় বহিয়া যায়’ (কথাপ্রকাশ), শাহাদুজ্জামানের ‘গুগলগুরু’ (মাওলা ব্রার্দার্স), জ্যোতিপ্রকাশ দত্তের ‘বাঙালি জীবনের চলাচল’ (পুঁথিনিলয়), মোহসেন আল-আরিশির ‘শেখ হাসিনা : যে রূপকথা শুধু রূপকথা নয়’ (বাংলা একাডেমি), মুহম্মদ নূরুল হুদার ‘সপ্তর্সির জন্যে কবিতা’ (বটেশ্বর বর্ণন) ইত্যাদি উল্লেখযোগ্য।

বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘কবি রফিক আজাদ: শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করেন কবি অসীম সাহা, কবি ফারুক মাহমুদ এবং কবি জাফর আহমদ রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক রশীদ হায়দার।  

প্রাবন্ধিক বলেন, বিশ শতকের ষাটের দশকে বাংলাদেশের কবিতাধারার যে নবীন ও দীপ্র, ক্ষুব্ধ ও দীপ্র কবি প্রবংশের আবির্ভাব, রফিক আজাদ তাদের অন্যতম। সংক্ষুব্ধ ষাটের দশকে প্রথম হাজিরা দিয়ে তিনি অতিক্রম করেছেন পঞ্চাশের অধিক সৌরবর্ষ। দীর্ঘ এই সময়খণ্ডে, নিরন্তর সাধনায়, কবি রফিক আজাদ নির্মাণ করেছেন নিজস্ব এক শিল্পভুবন; বিষয়-বৈচিত্র্যে এবং প্রকরণ-প্রসাধনে সাজিয়ে তুলেছেন প্রাতিস্বিক এক কবিতাভুবন। কাব্যযাত্রার সূচনালগ্নে সমাজ ও মানুষ সম্পর্কে নির্লিপ্ত থাকলেও, ক্রমেই তিনি সংলগ্ন হয়েছেন বৃহত্তর জাতিসত্তার সঙ্গে, স্বদেশের মৃত্তিকা ও মানুষের সঙ্গে।

আলোচকরা বলেন, রফিক আজাদ বাংলা কবিতায় এক অনিবার্য নাম। তার কবিতা ব্যক্তিক ও সমষ্টিক বোধের ধারক। শব্দকে কী করে চেতনার গভীরতম উপলব্ধির বাহক করে তোলা যায়- রফিক আজাদের কবিতা তার এক শৈল্পিক দৃষ্টান্ত। তিনি সামরিক শাসনের বুটের তলায় চাপা পড়া জীবন-যৌবনের রুদ্ধদ্বারকে মুক্ত করার সাধনা করেছেন কবিতায়।

তারা বলেন, রফিক আজাদ একজন বিরল সম্পাদকও বটে। বাংলা একাডেমির সাহিত্যপত্র ‘উত্তরাধিকার’, ‘রোববার’, ‘ঘরে বাইরে’ ইত্যাদি সাময়িকপত্র সম্পাদনার মধ্য দিয়ে তিনি নবীন লেখকের স্বর আবিষ্কার করেছেন। গদ্যে ততোটা সক্রিয় না হলেও তার আত্মজীবনী ‘কোনো খেদ নেই’ বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি ভুবনের এক প্রামাণ্য দলিল হয়ে রয়েছে।

সভাপতির বক্তব্যে রশীদ হায়দার বলেন, রফিক আজাদ মানেই জীবন, তারুণ্য ও সুন্দরের প্রতি পক্ষপাত। তার মতো বিশুদ্ধ কবির আবির্ভাব বাংলাদেশের কবিতার জগতকে করেছে ঋদ্ধ। কবিসত্তার বাইরে তার ব্যক্তিসত্তাও ছিল সমান আকর্ষণীয়। ব্যক্তিগতজীবনে তার মতো দেশপ্রেমিক, বন্ধুবৎসল, উদার-মানবিক মানুষের সন্ধান পাওয়া সত্যিই কঠিন ব্যাপার।

আলোচনা শেষে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি মুহাম্মদ সামাদ ও টোকন ঠাকুর। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও নাসিমা খান বকুল। সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা, কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়, মিজান মাহমুদ রাজীব, ফারহানা শিরিন ও তানজিনা করিম স্বরলিপি। নৃত্য পরিবেশন করেন সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পার পরিচালনায় নৃত্য সংগঠন ‘জলতরঙ্গ ডান্স কোম্পানি’-এর নৃত্যশিল্পীরা।

বৃহস্পতিকার (১৪ ফেব্রুয়ারি) মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল বাংলাদেশে বাংলা ভাষা, সাহিত্য ও বিজ্ঞানভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ফারসীম মান্নান মোহাম্মদী। আলোচনায় অংশগ্রহণ করবেন রেজাউর রহমান, আবদুল কাইয়ুম এবং অপরেশ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।