ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

জ্ঞানের ভূবনকে সংকোচিত না করে সঞ্চারিত করুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
জ্ঞানের ভূবনকে সংকোচিত না করে সঞ্চারিত করুন

নেত্রকোণা: নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে বইমেলার অন্যতম লক্ষ্য উল্লেখ করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রহুল ইসলাম বলেছেন, জ্ঞানের ভূবনকে সংকোচিত না করে সঞ্চারিত করুন। বই কেনা ও পড়ার অভ্যাস গড়ে তুলুন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী স্বাধীনতা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বইমেলার ধারাবাহিতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে ইউএনও বলেন, বই এমনই একটি উপকরণ যেটি চোখের সামনে দেখলে কিনতে ইচ্ছে করে।

বইমেলা সে সুযোগটি তৈরি করে দেয়। তবে বর্তমান প্রজন্মের বই পড়ার অভ্যাস কিছুটা কমে যাচ্ছে। মা-বাবার উচিত সন্তানদের বইয়ের মধ্যে মানুষ করা।  

স্বাধীনতা বইমেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। বুধবার (২৭ মার্চ) মেলা শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী, সরকারি কলেজের ভারপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ রনেন্দ্র চন্দ্র সরকার, সাবিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি, কেন্দুয়া সরকারি কলেজের অধ্যাপক বদিউজ্জামান বকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।