ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বইমেলা

অমর একুশে গ্রন্থমেলা

বিশ দিনে তিন হাজারের ওপর নতুন বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
বিশ দিনে তিন হাজারের ওপর নতুন বই একুশের বইমেলায় নতুন বইয়ে মনোযোগ ক্ষুদে পাঠিকার। ছবি: ডি এইচ বাদল

গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলার প্রথম ২০ দিনে নতুন তিন হাজার ৩৮৯টি বই এসেছে। তবে এটি বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে জমা পড়া বইয়ের হিসেব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জমা পড়া তিন হাজার ৩৮৯টি নতুন বইয়ের এক হাজার ৪৭টি বই কবিতার।

এছাড়াও গল্পের বই ৪৪৪টি, উপন্যাস ৫৪৭টি, প্রবন্ধ ১৭৭টি, গবেষণা ৭১টি, ছড়া ৬১টি, শিশুতোষ ১৫২টি, জীবনী ১০২টি, রচনাবলি সাতটি, মুক্তিযুদ্ধ বিষয়ক ১১৮টি, নাটক ১৯টি, বিজ্ঞান ৬৫টি, ভ্রমণ ৬২টি, ইতিহাস ৭০টি, রাজনীতি ১২টি, চিকিৎসা/স্বাস্থ্য ২০টি, বঙ্গবন্ধুর ওপরে ৯০টি, রম্য/ধাঁধা ২৬টি, ধর্মীয় ১২টি, অনুবাদ ৩৪টি, অভিধান ১১টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ৫০টি বই এসেছে মেলার প্রথম ২০ দিনে।

 

অন্য বিভিন্ন বিষয়ে আরও ১৯২টি নতুন বই এসেছে বইমেলায়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ডিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।