ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

স্বাস্থ্যঝুঁকির আশাঙ্কামুক্ত বইমেলার প্রত্যাশা

সাজ্জাদুল কবির, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
স্বাস্থ্যঝুঁকির আশাঙ্কামুক্ত বইমেলার প্রত্যাশা স্টলে বই দেখছেন পাঠকরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে এবার দেরিতে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা ২০২২। কিছু দিন আগেও সংক্রমণ বাড়ার আশাঙ্কায় বইমেলা আয়োজনে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে, এবার বইমেলার পরিসর বাড়ায় সামাজিক দূরত্ব বজায় রাখার ফলে স্বাস্থ্যঝুঁকিও কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বইমেলায় কড়াকড়ি আরোপের মধ্যে পাঠকদের সচেতনমূলকভাবে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন প্রকাশকরা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিন ঘুরে দেখা গেছে, টিকা সনদ প্রদর্শন ছাড়াই দর্শনার্থীরা প্রবেশ করছেন। প্রবেশের আগে তাপমাত্রা মাফছেন দায়িত্বরতরা। তবে, বরাবরের মতো মেলা সম্পূর্ণভাবে গুছিয়ে ওঠতে পারেনি। অনেক স্টলের কাজ এখনও সম্পন্ন হয়নি। তবে, এত সবের মধ্যেও অনেক পাঠক এসেছেন ও বইও কিনেছেন।

মিজান পাবলিশার্স থেকে বই কিনছিলেন সামিহা বিনতে হোসাইন। বাংলানিউজকে তিনি বলেন, প্রতিবারই মেলায় আসা হয়। তবে, এবার করোনার কারণে বইমেলা নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। তবে, মেলার পরিসর বাড়ায় অবশ্য ভালোভাবে চলাচল করা যাচ্ছে।  
বাংলা প্রকাশের মার্কেটিং বিভাগের প্রধান নুরুন্নবী বাংলানিউজকে বলেন, টিকা কার্ড চেক করা সব সময় সম্ভব হয় না। সবাই যদি সচেতনভাবে মাস্ক পরিধান করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে বইমেলা কোনোভাবে ঝুঁকি তৈরি করবে না। আমাদের কড়াকড়ির চেয়ে বিকল্প ব্যবস্থা করতে হবে। কথা প্রকাশের বিক্রয়কর্মী রুবেল হাসান বাংলানিউজকে বলেন, সবে তো মেলা শুরু হলো। লোকজন আসছে। সময় বাড়লে বিক্রিও বাড়বে।

এদিন বিকেলে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দলবেঁধে মিছিল করতে দেখা গেছে। বইপত্র স্টলে বঙ্গবন্ধুর রাজ্জাক গ্রন্থের মোড়ক উন্মোচনকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বাংলানিউজকে বলেন, এ রকম দলবেঁধে মিছিল দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। তবে এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।