ঢাকা: অমর একুশে বইমেলা-২০২২ উপলক্ষে প্রকাশনী সংস্থা বৈভব নিয়ে এসেছে নির্বাচিত গানের বাংলায়ন ‘প্লে লিস্ট থেকে। ’
কবি কাউকাব সাদীর বাংলায়নে বইটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী রাজীব দত্ত।
এ বিষয়ে জানতে চাইলে কাউকাব সাদী বলেন, ‘নিয়মিত শোনা বিদেশি কিছু গানের বাংলায়নের আকস্মিক চিন্তা থেকে এই কাজে হাত দেওয়া। কাজটি ‘অনুবাদ’ থেকে রেহাই দেওয়ার চেষ্টা ছিল। ফলে আপাতদৃষ্টিতে অমৌলিক হলেও মৌলিকতার একটা ছাপ রাখা গেছে। ’
তিনি বলেন, ‘বইয়ে আর্টিস্ট বা জনরা ধরে গানের বাংলায়ন করা হয়নি। শুধুমাত্র আনন্দ পেতে কাজটি করা হয়েছে। ’
‘প্লে লিস্ট থেকে’ কাউকাব সাদীর দ্বিতীয় বই। এর আগে ২০২০ সালে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে বেরিয়েছিল তার একমাত্র কবিতার বই ‘রন্ধ্রে রন্ধ্রে করি সঞ্চালন’। বইটির পরিমার্জিত সংস্করণ মেলায় পাওয়া যাচ্ছে।
কাউকাব সাদীর জন্ম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মন্দাকিনি গ্রামে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এনএসআর