ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

তানজিন তামান্নার ‘কুরিয়ার সিরিজের কবিতা’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
তানজিন তামান্নার ‘কুরিয়ার সিরিজের কবিতা’

ঢাকা: এবারের অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা উড়কি থেকে বেরিয়েছে কবি তানজিন তামান্নার প্রথম বই ‘কুরিয়ার সিরিজের কবিতা। ’

বইটির প্রচ্ছদ করা হয়েছে শিল্পী মোজাই জীবন সফরীর ‘ফর্ম-ফোর’ চিত্রকর্ম অবলম্বনে, যা মেলায় পাওয়া যাচ্ছে ৫৭৮ নম্বর স্টলে।

দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করছেন তানজিন। এবারই প্রথম কবিতার বই প্রকাশিত হলো তার।

বই প্রকাশের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রথম বই প্রকাশের আনন্দ অন্যরকম। একদিন বই বের হবে―এমন চাওয়া তো ছিলই। এবার পাণ্ডুলিপি তৈরি ছিল, উড়কিও বই করার জন্য এগিয়ে এলো। না হলে বইটি বের হতে আরও দেরি হতো।

তানজিনের জন্ম ৯ নভেম্বর, পাবনা জেলায়। দীর্ঘদিন ধরে বিভিন্ন ছোটকাগজ ও ওয়েবজিনে তার লেখা প্রকাশিত হয়ে আসছে। এছাড়াও ‘ওয়াকিং ডিসট্যান্স’ নামের একটি ওয়েবজিন সম্পাদনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এসকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।