ঢাকা: ইতিহাস কাউকে ক্ষমা করে না। এজন্য আমাদের সবাইকে ইতিহাস জানতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৬ মার্চ) বিকেলে অমর একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে ইতিহাস বিষয়ক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, এই বইগুলোতে যেমন ইতিহাস আছে, তেমনি বঙ্গবন্ধু কীভাবে দেশ গঠনে কাজ করেছেন, কীভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছেন, সেসব বিষয় উঠে এসেছে। আমি এই বইয়ের লেখকদের অভিনন্দন জানায় এবং সফলতা প্রত্যাশা করি।
এ সময় তিনি যথাক্রমে মাহবুব উদ্দিন আহমদ বীরবিক্রমের ‘বঙ্গবন্ধুকে যেমন দেখেছি’, মুনতাসির মামুনের ‘ইতিহাস হত্যা এবং পাঠক্রম ও পাঠ্যবই (১৯৪৯-২০২০)’ এবং চৌধুরী শহীদ কাদের ‘বাংলাদেশের গণহত্যা ১৯৭১: ধর্ম, লিঙ্গ ও ভূগোল’ বই তিনটির মোড়ক উন্মোচন করেন। বই তিনটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এইচএমএস/কেএআর