ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

মাথাপিছু আয় ১১৯০ ডলার

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ৫, ২০১৪
মাথাপিছু আয় ১১৯০ ডলার ছবি : প্রতীকী

ঢাকা: দেশের বর্তমান মাথাপিছু আয় এক হাজার ১৯০ ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা জানান।



নিজের অষ্টম ও দেশের ৪৩তম বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, এখন দেশের মাথাপিছু আয় এক হাজার ১৯০ ডলার।

তিনি বলেন, প্রতি বছর মাথাপিছু আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ২০০৯-১০ অর্থবছরের মাথাপিছু আয় ছিল ৭৫১ মার্কিন ডলার, ২০১০-১১ অর্থবছরে ৮১৬, ২০১১-১২ অর্থবছরের ৮৪০ ও ২০১২-১৩ অর্থবছরের মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ৯২৩ মার্কিন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় ২৬৭ মার্কিন ডলার বেড়ে দাঁড়ায় ১১৯০-এ।

তিনি জানান, মূল্যস্ফীতি প্রশমনের পাশাপাশি সরকারি কমর্চারীদের নতুন বেতন স্কেল ও মহার্ঘ্য ভাতা, আয়বধর্ক কমর্সৃজন, ন্যূনতম মজুরির হার বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, সামাজিক নিরাপত্তা কমর্সূচির সম্প্রসারণ কার্যক্রমের ফলে মানুষের প্রকৃত আয় ও কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেও ‍জানান অর্থমন্ত্রী।

মুহিত জানান, একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনের মত সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ।

বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, ২০০৯ সালে দেশের গড় দারিদ্র্য হার ৩৩ দশমিক ৪ শতাংশ ছিল, বর্তমানে তা ২৬ দশমিক ৪ শতাংশ, আর চরম দারিদ্র্য হার ছিল ১৯ দশমিক ৯ শতাংশ, সেটা হ্রাস পেয়ে ১১ দশমিক ৯ শতাংশে এসে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।