ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাড়িভাড়া হবে চেকে, আসছে বাজেট নির্দেশনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
বাড়িভাড়া হবে চেকে, আসছে বাজেট নির্দেশনা ছবি: সংগৃহীত

ঢাকা: কিছুক্ষণ বাদেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘোষণা করবেন দেশের ৪৪তম বাজেট। এটা অর্থমন্ত্রী হিসেবে মুহিতের অষ্টম এবং আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।



বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য এবার বাজেটে থাকছে একটি নতুন চমক। সরকার নিতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাড়িওয়ালাদের এখন বাড়িভাড়া নিতে হবে চেকের মাধ্যমে। এটা নেওয়া বাধ্যতামূলক।

তবে বাড়িভাড়া হতে হবে ন্যূনতম ২৫ হাজার টাকা।

বাড়িওয়ালাদের জন্য রয়েছে আরও একটি খবর। তাদের নিয়ে আসা হচ্ছে করজালে।

এ লক্ষ্যে বাড়িওয়ালাদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব আসতে পারে আড়াই লাখ কোটি টাকার এ বাজেটে।

বাজেট পেশের প্রাক্কালে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী মুহিত একথা জানান।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন, ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।