ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

সিমকার্ড হারালে কর ১০০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ৫, ২০১৪
সিমকার্ড হারালে কর ১০০ টাকা ছবি: প্রতীকী

ঢাকা: একাধিক সিমকার্ড ব্যবহার করছেন। অযত্ন অবহেলায় নষ্ট হয়েছে বা হারিয়ে গেছে সে সিমকার্ড।

আগামী বাজেটে সিমকার্ড পুনর্নিবন্ধনে ১০০ টাকা কর দেওয়ার নির্দেশনা আসতে পারে।

কিছুক্ষণের মধ্যেই ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এটি হবে তার ৮ম বারের মতো বাজেট পেশ।

বাজেটের প্রাক্কালে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোনের সিমকার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলে নতুন করে কর দিতে হবে। তাই সিম পুনর্নিবন্ধন কর ১০০ টাকা হতে পারে।

এবারের ৪৩তম বাজেটের আকার হবে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।