ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

করসীমা বাড়তে পারে মুক্তিযোদ্ধা, নারী ও জ্যৈষ্ঠ নাগরিকদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ৫, ২০১৪
করসীমা বাড়তে পারে মুক্তিযোদ্ধা, নারী ও জ্যৈষ্ঠ নাগরিকদের ছবি: প্রতীকী

ঢাকা: ২০১৪-১৫ সালের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়তে পারে মুক্তিযোদ্ধা, নারী ও জ্যেষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে।

আড়াই লাখ কোটি টাকার ৪৪তম বাজেট ঘোষণার প্রাক্কালে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা জানান।



ন্যূনতম করমুক্ত আয়সীমা  ব্যক্তিশ্রেণির ক্ষেত্রে অপরিবর্তিত থাকতে পারে। আর বাড়ানো হতে পারে মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ নাগরিক ও নারীদের করমুক্ত আয়সীমা।

তবে করহারে পরিববর্তন আসছে বলে জানান অর্থমন্ত্রী। আসতে পারে আয়করে ৩০ শতাংশের আরেকটি স্তর তৈরির প্রস্তাব। এতে বার্ষিক আয় ৪৪ লাখ ২০ হাজার টাকার বেশি হলে সেই টাকার ওপর এই হারে কর দিতে হবে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।