ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

হত্যা ও ভাংচুর সহ্য নয়

বাজেট রিপোটিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুন ৫, ২০১৪
হত্যা ও ভাংচুর সহ্য নয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: দেশের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে সহিংস পথ পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, প্রতিবাদ ও সমালোচনা অবশ্যই হবে।

কিন্তু সেজন্য কোনো সহিংস পথ অবলম্বন করা যাবে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় মুহিত একথা বলেন।

মুহিত বলেন, আমি কর্মব্যস্ত আশি বছর পার করছি। অর্জন ও ব্যর্থতার দোলাচলে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। তবে আমি কখনো আশাবাদ ব্যক্ত করতে কার্পন্য করিনি। কালো মেঘের আড়ালে আমি সোনালি রেখা দেখতে পাই।

তিনি বলেন, বাংলাদেশের তরুণদের মতো আমিও সম্ভাবনায় বিশ্বাস করি। তবে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হত্যা ও ভাংচুরের রাস্তা সহ্য করে না মানুষ।

অর্থমন্ত্রী বরাবরের মতো স্বীকার করছেন, এবারের বাজেটও উচ্চাভিলাসী। তবে আমরা দেখিয়েছি, উচ্চাভিলাসি বাজেট বাস্তবায়ন করতে পারি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।