ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

মূল এডিপির আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ৫, ২০১৪
মূল এডিপির আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা

ঢাকা: নতুন ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা ধরা হয়েছে। এর সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা খাতের পাঁচ হাজার ৬৮৫ কোটি ৪৮ লাখ টাকা যোগ করে এডিপির মোট আকার দাঁড়িয়েছে ৮৬ হাজার কোটি টাকা।



বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশের ৪৩তম বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের প্র্রস্তাবিত বাজেট পেশ করেন।

তিনি ঘোষণা দেন, বাজেটে ২০১৪-১৫ অর্থবছরে মূল এডিপি’র আকার ধরা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থা খাতের পাঁচ হাজার ৬৮৫ কোটি ৪৮ লাখ টাকাসহ মোট এডিপির আকার দাঁড়িয়েছে ৮৬ হাজার কোটি টাকা।

নতুন এডিপিতে পদ্মাসেতু, বিদ্যু‍ৎ খাত, পরিবহন, শিক্ষা ও পল্লী উন্নয়নকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অষ্টম বারের মতো বাজেট পেশ করেন মুহিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন তিনি।

বংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।