ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

অনুন্নয়ন ব্যয় দেড় লাখ কোটি টাকা

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
অনুন্নয়ন ব্যয় দেড় লাখ কোটি টাকা

ঢাকা: জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অষ্টমবারের মতো বাজেট ২০১৪-১৫ পেশ করছেন। এবারের বাজেটে অনুন্নয়ন ব্যয় ১ লাখ ৫৪ হাজার ২৪১ কোটি এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৬ হাজার ৩৪৫ কোটি টাকা।



এছাড়া অনুন্নয়ন মূলধন ব্যয় ২৬ হাজার ১০ কোটি টাবা। অন্যান্য ব্যয় মিলিয়ে মোট ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেল তিনটা ৩৬ মিনিটে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলামসহ অন্যান্য সংসদ সদস্য উপস্থিত রয়েছেন।

স্পিকারের অনুমতিক্রমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতা শুরু করেন। এবারের বাজেটটি অর্থমন্ত্রীর অষ্টম এবং দেশের ৪৩তম বাজেট অধিবেশন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।