ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

প্রবৃদ্ধির লক্ষ্য বাড়িয়ে ৭.৩ শতাংশ

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
প্রবৃদ্ধির লক্ষ্য বাড়িয়ে ৭.৩ শতাংশ

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের জন্য ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রাখলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব মতে, ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ১২ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয়  সংসদে উত্থাপিত বাজেট বক্তৃতায় মুহিত বলেন, বিশ্ব অর্থনীতির  শ্লথ গতির মধ্যেও আমরা সন্তোষজনক অর্থনৈতিক গতি অব্যাহত রাখতে পেরেছি। হরতাল অবরোধের মধ্যেও এখন পর্যন্ত আমরা ৬ দশমিক ০১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বেধে দেওয়া প্রবৃদ্ধি অর্জন করতে পারিনি।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থনীতি গতিশীলতার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী হবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ০৫ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।