ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বাজেট

রেলে বরাদ্দ ৬,৩৬৩, বাড়লো ৭৭৪ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ৫, ২০১৪
রেলে বরাদ্দ ৬,৩৬৩, বাড়লো ৭৭৪ কোটি টাকা

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬ হাজার ৩৬৩ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৭৭৪ কোটি টাকা বেশি।
 
প্রস্তাবিত এ বাজেটে অনুন্নয়ন ব্যয় উল্লেখ করা হয়েছে ১ হাজার ৮৭৮ কোটি এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৪৮৫ কোটি টাকা।


 
২০১৩-১৪ অর্থবছরে রেলখাতের জন্য বরাদ্দ করা হয়েছিল ৫ হাজার ৫৮৯ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ হাজার ৫৫৭ কোটি টাকা।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমরা সুলভ, নিরাপদ ও জ্বালানি সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম রেলের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি এবং ভবিষ্যতে আমরা তা অব্যাহত রাখবো।
 
তিনি বলেন, রেল অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমানে মোট প্রায় ৪৪১ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন নির্মাণ ও পুনর্নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার উত্থাপিত এ বাজেট নিয়ে আলোচনার পর আগামী ২৯ জুন তা পাস হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।