ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেট অধিবেশনে যারা অনুপস্থিত

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ৫, ২০১৪
বাজেট অধিবেশনে যারা অনুপস্থিত

সংসদ অধিবেশন থেকে: দশম জাতীয় সংসদের প্রথম বাজেট পেশের দিন অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিকে অনুপস্থিত থাকতে দেখা গেছে। এরমধ্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নসহ প্রায় ৬০ জন সংসদ সদস্য এদিন সংসদ গ্যালারিতে অনুপস্থিত ছিলেন।


 
নতুন সরকারের প্রথম বাজেট বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এরআগে দুপুর পৌনে দু’টায় জাতীয় সংসদ সচিবালয় মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকেই নতুন অর্থ বছর অর্থাৎ ২০১৪-১৫ অর্থ বছরের খসড়া বাজেট অনুমোদন দেন।
 
অর্থমন্ত্রী যখন বাজেট বক্তৃতাকালে এসময় উপস্থিত ছিলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয়  পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদসহ সিনিয়র মন্ত্রী এমপিদের বেশির ভাগই উপস্থিত ছিলেন।

দীর্ঘ বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী কোনো সময় দাঁড়িয়ে আবার কোনো সময় বসেই বক্তৃতা দিতে থাকেন। অর্থমন্ত্রীর সামনে একটি চায়ের ফ্লাক্স প্রস্তুত রাখা হয়েছিল। ক্লান্ত অর্থমন্ত্রী মাঝে মাঝে সময় নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রথম বাজেট অধিবেশনের পুরো সময় বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এদিকে বিদেশী অতিথিদের আসনগুলো প্রায় ফাঁকাই ছিলো। বাজেট পেশের শুরুতে দুই একজন উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত আসনগুলো ফাঁকা হয়ে যায়।

ভিআইপি আসনগুলোতে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আব্দুল নাসের ,সংস্থাপন উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবদুস সোবহান শিকদার, সেনবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামূল বারী, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল মোহম্মদ ফরিদ  হাবিব।
 
বিশিষ্ট নাগরিকদের চেয়ার উপস্থিত ছিলেন, কলামিষ্ট সৈয়দ  আবুল মকসুদ।
 
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।