ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ব্যবস্থা

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ৫, ২০১৪
ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ব্যবস্থা

ঢাকা: বাজেট বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের জন্য চলমান বিভিন্ন কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা জানিয়ে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
এছাড়াও মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থানে যাদুঘর ও পাঠাগার গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।


 
বৃহস্পতিবার জাতীয় সংসদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় মুহিত বলেন, ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছি।
 
তিনি জানান, বর্তমানে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা এ বছরের জুলাই থেকে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
 
অর্থমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কল্যাণে- পুত্র-কণ্যা এবং পুত্র-কণ্যাদের পুত্র ও কণ্যার জন্য সরকারি সুবিধা বৃদ্ধি করেছি।  
 
মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রতিটি যুদ্ধক্ষেত্র, বধ্যভূমি, গণকবর চিহ্নিত ও স্মৃতিস্তম্ভ নির্মাণের চলমান কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান মুহিত।
 
সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থানে একটি গ্লাস টাওয়ার স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।