ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্যয় বাড়ছে

সাইদ আরমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ৫, ২০১৪
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্যয় বাড়ছে

ঢাকা: অন্যান্য খাতের মতো ব্যয় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যয় বাড়ছে ১৩২ কোটি টাকা আর রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য প্রায় দেড় কোটি টাকা।



বৃহস্পতিবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই ব্যয় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেন।

বাজেট পর্যালোচনা করে দেখা যায়, এবার রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য ১৪ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা চলতি বাজেটে ছিল ১৩ কোটি ১৭ লাখ টাকা। অন্যদিকে সংশোধিত বাজেটে ছিল ১৩ কোটি ৫৪ লাখ টাকা।

প্রস্তাবিত ব্যয়ের মধ্যে রাজস্ব ব্যয় ১৪ কোটি ৫ লাখ টাকা আর মূলধন ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবার ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার টাকা। ২০১৩-১৪ অর্থ বছরে ছিল ৬২৪ কোটি ৬০ লাখ ২৩ হাজার টাকা। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩১৬ কোটি ৪২ লাখ টাকা আর মূলধন ব্যয় রাখা হয়েছে ৪২৪ কোটি ৮৩ লাখ ২৪ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ০৫ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।