ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

অর্থ বিল উত্থাপন, অধিবেশন রোববার পযর্ন্ত মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ৫, ২০১৪
অর্থ বিল উত্থাপন, অধিবেশন রোববার পযর্ন্ত মুলতবি

সংসদ অধিবেশন থেকে: দশম জাতীয় সংসদে অর্থ বিল ২০১৪ উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট বক্তৃতা শেষে অর্থ বিলটি সংসদে উত্থাপন করেন।



বিলটি উত্থাপন শেষেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক রোববার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
 
বিকেল ৩টা ৩৫ মিনিটে অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেন। মাঝে শুধুমাত্র আছর নামাজের বিরতি দেন স্পিকার। এছাড়া একটানা প্রায় সাড়ে ৩ ঘণ্টা বাজেট বক্তৃতা করেন অর্থমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।