ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

সম্পূরক শুল্ক কমিয়ে ৮শ’ কোটি টাকা রাজস্ব ক্ষতি

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ৫, ২০১৪
সম্পূরক শুল্ক কমিয়ে ৮শ’ কোটি টাকা রাজস্ব ক্ষতি

ঢাকা: বেশ কয়েকটি পণ্যে সম্পূরক শুল্ক ও করের পরিমাণ কমানোর কারণে ২০১৪-১৫ অর্থবছরে প্রায় আটশ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি একথা জানান।



অর্থমন্ত্রী বলেন, ২০০১-২৭৫০ সিসি মোটরকার সম্পূরক শুল্ক ২৫০ থেকে হ্রাস করে ২০০ শতাংশ করার প্রস্তাব করা হচ্ছে। এতে রাজস্ব ক্ষতি হবে।

একই সঙ্গে বিলেটের কাঁচামাল, স্পঞ্জ আয়রন এবং রিডিউস আয়রনের আমদানি শুল্কমুক্ত করা, মাল্টিপ্লেক্সার, গ্রান্ডমাস্টার ক্লকের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

ডায়াপার তৈরির কাঁচামালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে। একইসঙ্গে ১৪৬৯টি পণ্যের সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।

উপরোক্ত পণ্যে সম্পূরক শুল্ক কমানোর ফলে ২০১৪-১৫ অর্থবছরের প্রায় আটশ কোটি টাকা টাকা রাজস্ব ক্ষতি হবে বলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ০৫ জুন, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।