ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাজেট

অনগ্রসর এলাকায় শিল্প স্থাপনে কর রেয়াত সুবিধা

বাজেট রিপোটিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ৫, ২০১৪
অনগ্রসর এলাকায় শিল্প স্থাপনে কর রেয়াত সুবিধা

ঢাকা: ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সিটি কর্পোরেশনের বাইরে অনগ্রসর এলাকায় শিল্পায়নে কর রেয়াত সুবিধা বাড়ানো হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরের বাজেটে এ সুবিধা বাড়ানো হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট পেশকালে এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের সিটি কর্পোরেশনের বাইরে অনগ্রসর এলাকায় শিল্পায়ণ করলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

এরমধ্যে অনগ্রসর এলাকায় স্থাপিত কর অবকাশ যোগ্য শিল্প নয় এমন বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানকে জুন ২০১৯ পর্যন্ত ১০ শতাংশ কর রেয়াত দেওয়া হবে।

কর অবকাশ যোগ্য শিল্প নয় ১ জুলাই ২০১৪ থেকে ৩০ জুন ২০১৯ মধ্যে অনগ্রসর এলাকায় শিল্প স্থাপন করলে ২০ শতাংশ কর রেয়াত (বাণিজ্যিক কার্যক্রম শুরুর ১০ বছর পরবর্তী) প্রদান করা হবে।

১ জুলাই ২০১৪ থেকে ৩০ জুন ২০১৯ মধ্যে অনগ্রসর এলাকায় স্থানান্তরিত শিল্প প্রতিষ্ঠানকে ২০ শতাংশ কর রেয়াত দেওয়া হবে।

একইসঙ্গে অনগ্রসর এলাকায় প্রাপ্ত কর রেয়াত সুবিধা ৭ থেকে বৃদ্ধি করে ১০ বছর করা হয়েছে এবং ১ জুলাই ২০১৪ থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত ৭-১০ বছর বৃদ্ধি করা হয়েছে।

অন্যদিকে রফতানি খাতকে উৎসাহিত করতে নগদ সহায়তার ওপর উৎসে কর কর্তনের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৫ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।