ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

পদ্মাসেতুতে বরাদ্দ ৮,১০০ কোটি টাকা

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
পদ্মাসেতুতে বরাদ্দ ৮,১০০ কোটি টাকা

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পদ্মাসেতুর জন্য প্রস্তাবিত বাজেট ৮ হাজার ১০০ কোটি টাকা। ২০১৮ সালের মধ্যেই সম্পন্ন হবে এই সেতুর নির্মাণ কাজ।


প্রস্তাবিত এ বাজেটে স্থানীয় মুদ্রা সাড়ে ৬ হাজার কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে বাকি অর্থ মেটানো হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ সংক্রান্ত চুক্তি এ মাসেই হবে এবং এরপর চারবছরের মধ্যে অর্থাৎ ২০১৮ সালে সেতু নির্মাণ সম্পন্ন হবে।

গত ২০১৩-১৪ অর্থবছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল ৬ হাজার ৮৫২ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ২৫২ কোটি এবং ভারতীয় অনুদান থেকে এক হাজার ৬শ কোটি টাকা ব্যয় করার কথা ছিল।

অন্যদিকে ২০১২-১৩ অর্থবছরে এ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছিল ৮০৪ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ছিল ৫৭২ কোটি টাকা এবং সরকারি তহবিল থেকে ২৩২ কোটি টাকা।

পদ্মাসেতু সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার জানিয়ে বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ হলে জিডিপির ১.২ শতাংশ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।