ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

জনকল্যাণ ও বাস্তবমুখী বাজেট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ৬, ২০১৪
জনকল্যাণ ও বাস্তবমুখী বাজেট

রংপুর: ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমূলক ও বাস্তবমুখী বলে মনে করছেন রংপুর চেম্বারের নেতারা।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।



কৃষি ও পল্লী উন্নয়ন, বিদ্যুৎ‍ বিশেষ করে সামাজিক সুরক্ষা, যোগাযোগ, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে সামষ্টিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন প্রস্তাবগুলো যুগান্তকারী বলে মেনে করেন তারা।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।