ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

বাড়িভাড়া সংগ্রহের বিধিমালা ৩০ জুনের মধ্যে

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ৬, ২০১৪
বাড়িভাড়া সংগ্রহের বিধিমালা ৩০ জুনের মধ্যে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে: ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া সংগ্রহে ৩০ জুনের মধ্যে বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান গোলাম রহমান।

শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, বাড়ি ভাড়া কিভাবে সংগ্রহ করা হবে, কিভাবে ব্যাংক হিসাব খোলা হবে তা বিধি দ্বারা নির্ধারিত হবে।

৩০ জুনের মধ্যে এ বিধিমালা তৈরি করা হবে।

২৫ হাজার টাকার উপরে বাড়ি ভাড়া হলে ব্যাংকের মাধ্যমে পরিশোধের কথা জানিয়ে বৃহস্পতিবার জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী।

বাড়ি ভাড়া কৌশলে দিলে কী হবে- জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, প্যানাল কমিশনে ৫০ শতাংশ প্যানাল্টির প্রস্তাব করেছি। ধরা পড়লে অসুবিধা হবে। দুই পক্ষের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা থাকবে।

অর্থমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনমঞ্চে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান রয়েছেন।

সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রী-সচিব, বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।