ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বাজেট

ছিটমহলের উন্নয়নে ২শ’ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ৪, ২০১৫
ছিটমহলের উন্নয়নে ২শ’ কোটি

ঢাকা: বাংলাদেশের ভিতরকার ছিটমহলের উন্নয়নে ২শ’ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৫-১৬ অর্থবছরের খসড়া বাজেটে এ প্রস্তাব করা হয়।



বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৭৪ সালে সম্পাদিত ইন্দিরা-মুজিব চুক্তির ধারাবাহিকতায় ভারতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি বিল অনুমোদিত হওয়ায় ছিটমহলবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে যাচ্ছে। তারা সম্পৃক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের মূলধারায়। এর ফলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি ছিটমহল পর্যন্ত সম্প্রসারিত হবে। ছিটমহলবাসীর কল্যাণ চিন্তা করে তাদের এলাকায় উন্নয়ন বেগবান করার জন্য এই বাজেটে ২শ’ কোটি টাকা অতিরিক্তি বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ৪, ২০১৫
জেপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।