ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

চরের অধিবাসীদের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুন ৪, ২০১৫
চরের অধিবাসীদের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ঢাকা: চর এলাকার উন্নয়ন ও ভূমিহীনদের পুর্নবাসনের জন্য ৫০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবু মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন তিনি।


 
অর্থমন্ত্রী জানান, চর এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উপকূলীয় এলাকায় আড়িবাঁধ নির্মাণ করে ২০ হাজার হেক্টর জমি পুনরুদ্ধার করা হবে।

তিনি আরো জানান, এই জমিতে ১৬ হাজার পরিবারকে পুর্নবাসন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

চর এলাকায় অভন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য গত বছরের বরাদ্দ অব্যবহৃত থাকার পাশাপাশি এবারের ৫০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ৪, ২০১৫
জেডএফ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।